|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিজয়ী” এর উদ্যোগে ফ্রি এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন কোর্স সম্পন্ন
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩
বিজয়ী" এর উদ্যোগে ফ্রি এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন কোর্স সম্পন্ন চাঁদপুরের প্রথম নারী সংগঠন "বিজয়ী" নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ১৫ জন নারীকে ফ্রিতে এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন করানো হয়।
অদ্য ২৩ই সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় চাঁদপুর পুরান বাজারে গ্লামার ওয়ার্ল্ডে চাঁদপুরের নারীদের সাবলম্বী করতে চাঁদপুরের প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন "বিজয়ী" এই প্রশিক্ষনের আয়োজন করেন । প্রশিক্ষনের শিখানো হয়
মেকআপ প্রোডাক্ট নলেজ, পার্টি মেকওভার লুক, শাড়ি পরানো এবং হেয়ার স্টাইলসহ নানা রকম মেকআপ সংক্রান্ত তথ্য।
এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন প্রদান করেন গ্লামার ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা মুন্নি আলিশা।
"বিজয়ী” এর উদ্যোগে "বিজয়ী তৈরিতে বিজয়ী"- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে পরিচালনা করেন মুন্নি আলিশা।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান গ্লামার ওয়ার্ল্ড এর পরিচালক মুন্নি আলিশা সহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা।
এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- মাহিমা মোস্তফা মীম,
দিয়া চৌধুরী কান্তা, মুনিয়া আক্তার, রোকশানা আক্তার, ইলমা আক্তার, নুসরাত জাহান ঐশী, সুইটি আক্তার, নাজমুন নাহার বৃষ্টি, মারিয়া আক্তার, আফসানা আক্তার,সুমাইয়া আক্তার, সুমাইয়া, তানজিলা আক্তার বিথী,হিরামনি আক্তার,
সালমা আক্তার, প্রশিক্ষনার্থীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.