|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে ৭ টি স্বর্ণের বারসহ আটক-২
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩
চাঁদপুর: চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ঢাকায় পাচারকালে পুলিশের চেকপোস্টে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৩৫৪ ভরি ওজনের ৭টি স্বর্ণের বারসহ বিকাশ ধর সুমন (৪৩) ও মনোরঞ্জন ভৌমিক নামে দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এসব তথ্য জানান।
আটক বিকাশ চট্টগ্রাম কোতোয়ালি থানার আন্দরকিল্লা বকসিরহাট এলাকার যতীন্দ্র মোহন ধরের ছেলে এবং মনোরঞ্জন চট্টগ্রাম পাহাড়তলী এলাকার বনিক পাড়ার মাখন চন্দ্র ভৌমিকের ছেলে।
এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার ও সঙ্গীয় ফোর্স বঙ্গবন্ধু সড়কের আল-আমিন একাডেমি স্কুলের প্রবেশ পথে চেকপোস্ট বসায়।
সেখানে ফরিদগঞ্জ উপজেলা থেকে আসা চাঁদপুর লঞ্চঘাটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়। ওই অটোরিকশার পিছনের আসনে বসা ছিল বিকাশ ও মনোরঞ্জন। তাদের সাথে কথা বললে তাদের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন পাওয়া যায়। পুলিশের সন্দেহ হলে তাদেরকে চেক করে আসামি বিকাশের মাজার বেল্টের মধ্যে কসটেপ পেঁচানো ৫টি এবং মনোরঞ্জনের মাজায় থাকা বেল্টে থাকা ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা স্বর্ণের বারগুলো বিপ্লব ধর ও লক্ষ্মণ ধর নামে ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
পুলিশ তাদেরকে আটক করে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে এবং বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো. মামোনুর রশিদের নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, জব্দকৃত স্বর্ণের ওজন ৩৫৪ ভরি ৬ আনা ৩ রতি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৫ লাখ ৩৯ হাজার ৩৭৫টাকা। আটক আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.