|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খারাপকে খারাপ বলবার মতো উদার হৃদয় হতে হবে-লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৩
সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির আমন্ত্রণে শুক্রবার (২২ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় করেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, চোখ, কান এবং অবারিতভাবে খোলা মানসিকতা নিয়ে আমাদের দল-মত নির্বিশেষে চিন্তা করতে হবে। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবার মতো উদার হৃদয় হতে হবে। পবিত্র মসজিদের মুসল্লিদের আল্লাহর মেহমান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মসজিদে যেমন আমরা ভেদাভেদ করি না, তেমনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, সুশিক্ষিত অপরাধমুক্ত সমাজ গড়তে হলে যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। আর, মরণের সময় আমরা কেবল সাথে নিয়ে যেতে পারবো আমাদের ইবাদাত তথা মানুষের প্রতি ভালোবাসা এবং ভালোকাজ।
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে যদি আমি কারো উপকার করতে পারি তাহলে এর প্রতিদান ও সমপরিমাণ সওয়াব আপনারাও পাবেন, যারা আমাকে দোয়া করবার জন্য আপনাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের কাছে সুপারিশ করবেন। বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে ও পিনপতন নীরবতার মধ্যে তিনি আশ্বস্ত করেন, বিভিন্ন মসজিদের উন্নয়ন কার্যক্রমে তিনি আগেও অংশগ্রহণ করেছেন, এখনো করছেন এবং তিনি ভবিষ্যতেও এমন কার্যক্রমে যথাসাধ্য অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন।
উক্ত জুমার নামাজের ইমামতি করেন খতিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন। নামাজ শেষ করে মিলাদকিয়াম ও দোয়া মোনাজাতের পর লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এলাকার মুসল্লিদের সাথে কুশলবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত মসজিদের ইমাম আজিম উদ্দীন, উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক কমিশনার জামাল উদ্দীন, উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর আব্দুর রহমান, মসজিদ কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইন আহম্মেদ, সহ-সভাপতি মুজাহিদুর উদ্দীন আশরাফ, সাধারণ সম্পাদক শাহ ইমরান সুমন, কোষাধ্যক্ষ আবুল হাসনাত সহ এলাকার সর্বস্তরের মুসল্লিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.