|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
তৃণমূল সংখ্যালঘু নেতা কর্মীও সমর্থক ভাই বোনেরা আমাদের পক্ষে সমর্থন জানাচ্ছেন
প্রকাশের তারিখঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩
প্রিয় ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার প্রতিনিধি সাংবাদিক বৃন্দ, প্রথমেই আপনাদের নমস্কার, আদাব এবং শ্রদ্ধা জানাই আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক রূপক কান্তি গোস্বামী ও সদস্য সচিব সুব্রত সরকার রাজ।
আমরা আপনাদের মাধ্যমে আমাদের সাম্প্রতিক মৌলভীবাজার শহরের এক অমীমাংসিত ও অন্যায় বেআইনি ও আজগণতান্ত্রিক জাতীয় বিষয় এবং মহা সমস্যার গল্প আপনাদের জানাতে ও আপনাদের মাধ্যমে প্রচার করাতে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন ও বিবৃতি প্রদান করছি ।
আমাদের অভিযোগ ও মূল ঘটনা
আমাদের সাংগঠনিক বন্ধুরা বর্তমানে মৌলভীবাজার শহরে প্রকাশ্যে ২টি ভাগে বা দলে বিভক্ত হয়ে গেছে। বিরোদ্ধবাদীরা আমাদের এই জেলা কমিটি)
অর্থাৎ আহ্বায়ক রূপক কান্তি গোস্বামী ও সদস্য সচিব সুব্রত সরকার রাজ সহ ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি সম্পর্কে অনেক মিথ্যা ও কাল্পনিক বানোয়াট কথাবার্তা ছড়িয়েছে ও ছড়াচ্ছে এই শহর ও সারা জেলার। উল্লেখ্য বিগত সাড়ে ৩ বছর আগেই যে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সে কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে ১৩/৯/২৩ ইং এর আহবায়ক কমিটি অর্থাৎ আমাদেরকে ঘোষনা করা হয় কেন্দ্রের প্রত্যক্ষ ও গণতান্ত্রিক ভাবে আইন ও সাংগঠনিক গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ।
কিন্তু এ কমিটি ঘোষণার পর হঠাৎ একটি কুচক্রী মহল উঠে পড়ে কোমর বেঁধে সক্রিয় ও বিরূপ ক্রিয়াশীল।
আগামী কাল শুক্রবার ২২শে সেপ্টেম্বর ২০২৩ ইং স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে অবৈধ জেলা সম্মেলন এর ঘোষনা দিয়ে আমাদের ও এ জেলার
সবাইকে বিব্রতকর ও আতংকের মাঝে ফেলে দিয়েছে ।
কেন্দ্রীয় কার্ড টির ভারপ্রাপ্ত সম্পাদক এর লিখিত এক কাগজে দেখা যায় কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ৩০ দিনের মেয়াদী আমাদের জেলা আহবায়ক
কমিটি বাতিল বলে হঠাৎ করে অগণতান্ত্রিক ও অবৈধ পন্থায় ঘোষনা করেছেন ।
আমাদের ব মটিকে বাতিল করে কালকের সম্মেলনটা আইনগত ভাবে বেআইনি ও নিন্দনীয়। এটার পিছনে কেন্দ্রীয় কয়েকজন নীতি নৈতিকতা ও
আদর্শহীন থাকি এবং আমাদের স্থানীয় কিছু কুচক্রী মহল সরাসরি জড়িত ও কল কাঠি নাড়ছে।
আমরা কেন্দ্রীয় ও স্থানীয় এই ঘটনার খবর সারা বাংলাদেশে ঝড়ের গতিতে সব জেলা উপজেলার পৌঁছে দিতে চাই ।
আমরা এই ঘটনায় মর্মাহত ও ঘৃণা প্রকাশ করে তীব্রনিন্দা জানাই। যে কোন অস্থায় আগামী কালের সম্মেলন আমরা স্থগিত ও বাতিল চাই ।
সারা জেলার অধিকাংশ তৃণমূল সংখ্যালঘু নেতা কর্মীও সমর্থক ভাই বোনেরা আমাদের পক্ষে সমর্থন জানাচ্ছেন
সাংবাদিক ভায়েরা আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের মত শেষ করছি । সাংগঠনিক প্রয়োজনে এবং এই টক অফ দ্যা টাউন ও কান্ট্রি আমরা পরবর্তীতে আবারও আপনাদের গোচরে পৌঁছাবো।
আহ্বায়ক রূপক কান্তি গোস্বামী
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখা
সদস্য সচিব সুব্রত সরকার রাজ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.