|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৩
ফরিদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে - উদ্ভাবনে স্থানীয় সরকার" শীর্ষক' ব্যানারে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালীটি আজ মঙ্গলবার সকাল ৯টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে কবি জসিমউদদীন হলের সামনে শেষ হলে পরে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ইয়াছিন কবিরের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান প্রশাসক রওশন ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, এলডিইজি এর প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান, জেলা জনস্বাস্থ্য ও নির্বাহী প্রকৌশলী শুভম রায়, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মোল্লা, এফডি এর নির্বাহী পরিচালক মোঃ আজহারুল ইসলাম,ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও এনজিও সংস্থার কর্মকর্তারা বৃন্দ।এ সময় বক্তারা বলেন জাতীয় স্থানীয় সরকার দিবস অনুষ্ঠিত হওয়ার ফলে সাধারণ জনগণের মাঝে বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.