|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজের উপর থেকে নিচে পড়ে মোঃ হারুনুর রশিদ (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ১৭সেপ্টেম্বর বিকালে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ চৌধুরীঘাটা এলাকায় বসুন্ধরা গ্রুপের ষ্টাফ টগী গ্রিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বখতিয়ারের পুত্র। জানা যায়, পুরাতন জাহাজের উপর কার্টিং এর কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গুরুত্বর আহত হলে তাকে সহকর্মীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, একটি ইয়ার্ডে এক শ্রমিক কাজ করার সময় অসাবধানতায় নিচে পড়ে আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.