|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সোনাগাজীর মতিগঞ্জে যুবলীগের বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু'র নেতৃত্বে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৭ ই সেপ্টেম্বর (রবিবার) বিকেলে বিশাল বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন- সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। মিছিল পরবর্তী শান্তি সমাবেশ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভুঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
আমন্ত্রিত অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড রফিকুল ইসলাম খোকন, ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, এড নাছির উদ্দিন বাহার।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।
এসময় আরও উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, জেলা যুবলীগ নেতা ইকবাল বাহার ফয়সাল, পৌর যুবলীগ নেতা নাছির উদ্দিন অপু, জামাল উদ্দিন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক ডাঃ মাহফুজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, সাবেক যুবলীগ সভাপতি নুর নবী মিস্টার মেম্বার, আওয়ামিলীগ নেতা শেফাউল সহ ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় রাজপথে সক্রিয় থাকবে মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগ। তাদের যেকোনো নাশকতার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে এবং আওয়ামিলীগ প্রার্থীকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে রাস্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে তারপর আমরা ঘরে ফিরে যাবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.