|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুমিল্লায় রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট টিম ট্রেনিং সেমিনার “অরুণ প্রাতের তরুণ দল” অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩
অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন রোটার্যাক্ট জেলা ৩২৮২ এর চলতি রোটারী বর্ষের ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের ট্রেনিং বিষয়ক অনুষ্ঠান রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট টীম ট্রেনিং সেমিনার (ডিটিটিএস) ‘অরুণ প্রাতের তরুণ দল’ ২০২৩।
গত ১৫ সেপ্টেম্বর খাদি ও রসমালাই এর শহর কুমিল্লার ঢুলিপাড়ায় অবস্থিত ভার্চুয়াল ফান টাউনে অনুষ্ঠিত হয় ডিটিটিএস অনুষ্ঠানটি।
রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার স্বাগতিকতায় প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রো. তাজুল ইসলাম ভুঁইয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সমবেত কন্ঠে জাতীয় সংগীত এবং রোটার্যাক্ট প্রত্যয় পর্ব শেষে অতিথিদের পরিচয় পর্বে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
চলতি রোটারি বর্ষের সম্মানিত ডিআরআর শরীফুল ইসলাম অপুর কাছে মাইক্রোফোন হস্তান্তর করা হয়। এরপর একে একে আগত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর মাননীয় ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জি. মতিউর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডী সামিনা ইসলাম, পিডিজি দিল নাশিঁ মোহসেন, ডিআরসিসি মোহাম্মদ শাহজাহান, সিপি ফারুক আহম্মেদ, এবং পিডিআরআরবৃন্দু।
অনুষ্ঠানে চীফ এডভাইজর হিসেবে ছিলেন রোটারীয়ান আব্দুল্লাহীল বাকী, চীফ পেট্রোন হিসেবে ছিলেন রোটারীয়ান শাহ জাবেদুল হক সাগর, পেট্রোন সুলতানুল আরিফিন টারজান। প্রশিক্ষণের পূর্বে সেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পিডিআরআর ইলমুল হক সজীব। প্রতি বছর রোটারি বর্ষের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দায়িত্বগুলো ভালভাবে বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত আয়োজন করা হয় ডিটিটিএস এর। এতে কী-নোট স্পিকাররা ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের প্রশিক্ষণ নেন। পাশাপাশি কুমিল্লার প্রথম ক্লাব হিসেবে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ক্লাব অভিষেকও অনুষ্ঠিত হয়। এতে গত রোটারি বর্ষের সভাপতি রো. তানভীর মুজাহিদ মিশু বর্তমান রোটারি বর্ষের সভাপতি রো. আমিরুল ফাহিম আলিফকে কলার পড়িয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন।
কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম, ফেনী, চাঁদপুর, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, নরসিংদী থেকে প্রায় দুইশ’র অধিক রোটার্যাক্টররা অংশ নেন ‘অরুণ প্রাতের তরুণ দল’ এ। আয়োজনে ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর ব্যবস্থা ছিলো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.