|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩
"ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মিয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই" এই স্লোগান কে প্রতিপাদ্য রেখে গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকাল ৪:৩০ মিনিটে ফেনী শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে বাংলাদেশ যুগ ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন- ২০২৩।
এডভোকেট শিপন বিশ্বাস এর সভাপতিত্বে এবং সৌরভ সাহা ও মাধবী লতা দাস এর সঞ্চালনায় শুরুতে অতিথি বৃন্দ সাংগঠনিক ও জাতীয় পাতাকা উত্তোলন শেষে কবুতর উড়িয়ে অনুষ্ঠান শুভ উদ্ভোদন করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাহুল বড়ুয়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ, ফেনী জেলা শাখার সভাপতি শুুকদেব নাথ তপন, যুগ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি সুবল ঘোষ, যুগ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, যুগ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমিত বসু, রুমেল বড়উয়া, যুগ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট পলাশ কুমার নাথ, ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক লিটন সাহা, ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যতন মজুমদার, রিপন সাহা, মাষ্টার অর্জুন কুমার নাথ, ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার আহবায়ক অধ্যাপক পরমেশ দাস, ছাত্র ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার সদস্য সচিক প্রান্তিক সেন প্রমুুখ।
উদ্ভোধনী বক্তব্যে রাহুল বড়ুয়া বলেন, ১৯৭১ সালে আমরা এই দেশকে স্বাধীন করলেও, আমাদের ধর্মিয় স্বাধীনতাকে এখনো অর্জন করতে পারি নি। যত দিন আমাদের ধর্মিয় স্বাধীনতা রক্ষা হবেনা তত দিন এই বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে শ্রী উত্তম কুমার চক্রবর্তী বলেন মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ধাত্রী মাতার ন্যায় এদেশের হিন্দুদের কে রক্ষা করেছে। আমরা নিজ ভিটা মাটি ছেড়ে বার বার দেশান্তরীত হতে চাই না। তিনি আরো বলেন ধর্মান্তরিত হয়া থেকে নিজ নিজ ধর্মের ভাই-বোন দেরকে রক্ষা করতে হবে এবং লাভ জিহাদ নামক অপতৎপরতা থেকে সনাতনিদের কে সচেতন করতে হবে।
সম্মেলন শেষে ফেনীর বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদ বৃন্দ ভোটা-ভোটিতে এড,শিপন বিশ্বাসকে সভাপতি এবং সৌরভ সাহাকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট যুব ঐক্য পরিষদ ফেনী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.