|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাইকগাছায় বাল্যবিবাহ রোধে কিশোরীদের নিয়ে স্বপ্নসারথি দল গঠন
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩
খুলনার পাইকগাছায় বাল্যবিবাহ রোধে কিশোরীদের নিয়ে স্বপ্নসারথি দল গঠন করা হয়ছে। শনিবার উপজেলার পুরাইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও হিতামপুর শেখপাড়া গ্রামে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের এ দল গঠন করা হয়।ব্র্যাক টু বেসিক কর্মসুচির সহযোগিতায় উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি,গদাইপুর , বান্দিকাটি,পুরাইকাটি,হিতামপুর, সোলাদানা ইউনিয়নের সোলাদানা, বেতবুনিয়া এবং রাড়ুলী ইউনিয়নের বাগপাড়া,নমসুদ্রপাড়া ও ভাটপাড়া গ্রামে মোট ১০টি স্বপ্নসারথি দল গঠন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক টু বেসিক কর্মসুচির পাইকগাছা উপজেলা ম্যানেজার সিকদার মো: আলাল,কর্মসূচি সংগঠক হযরত আলী,সাব্বির আহমেদ,অভিজিৎ দাস,আছাদ সহ স্বপ্নসারথি দলের সদস্যবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.