|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে ফসলের নিবিড়তা বৃদ্ধি করন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এক দিনের নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্ঞজামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক পিপি পরেশ চন্দ্র দাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান,সিনিয়র মনিটরিং অফিসার,উক্ত প্রকলাপ এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নাদিয়া
ফেরদৌসি প্রমূখ।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাসহ ৩০জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ফসলের নিবিড়তা বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। আলোচনা সভা শেষে কৃষক কৃষাণীদের মাঝে সরিষা বীজ ও প্রশিক্ষন ভাতা প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.