|| ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সভাপতি এম এ সালাম ইউ এ ই আগমন উপলক্ষে গণ সংবর্ধনা।
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৩
সংযুক্ত আরব আমিরাত : ১৪ সেপ্টেম্বর ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আল আইনে চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম কে বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির পক্ষে গণ সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধিত অতিথির বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়ন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্তি স্বপ্ন বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগে বাংলাদেশের অগ্রযাত্রা পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্রানেল, মেট্রোরেল, বিমানবন্দর টার্মিনাল ৩, ঢাকা-চট্টগ্রামের এক্সপ্রেসওয়ে,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এশিয়ার সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র ‘তিস্তা পাওয়ার প্ল্যান্ট, এবং বাংলাদেশ দেশকে শতভাগ বিদ্যুতায়ন,মুক্তিযোদ্ধা ও ভূমিহীনদের ঘর বিতরণ, ঝিনুকের শহর কক্সবাজারে ট্রেনের যাত্রা, বৃদ্ধ, বিধবা সহ বিভিন্ন ক্যাটাগরির অসহায় মানুষকে ভাতা প্রদান,বেসরকারি চাকরিজীবী ও প্রবাসীদের জন্য পেনশন, বিনামূল্যে বই বিতরন করে যাচ্ছেন বাংলার সকল স্তরের মানুষের জন্য এবং এর সুফলসমূহ পাচ্ছে বি এন পি জাতীয় পার্টি সহ সবাই শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ সবার জন্য কাজ করে দেশের উন্নয়নের কথা ভাবে যা অন্য কোন দল একশত বছরে করা তো দুরের কথা সাহস ও পাবে না। তাই বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা চলমান রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনা কে জয়যুক্ত করতে হবে এর কোনো বিকল্প নেই বলে জানান।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আলতাফ হোসেন সভাপতি বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, ও কোরআন তেলওয়াত করেন হারুনুর রশিদ টিপু প্রচার সম্পাদক।
এতে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সম্মানিত সভাপতি ইফতেখার হোসেন বাবুল ভাই,চট্টগ্রাম উত্তর জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাফর আহমেদ ভাই, সি আই পি মোহাম্মদ ইউনুস মিয়া চৌধুরী,উক্ত সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম মাসুদ হাজারী, সেকান্দর শান,ইসমাইল হোসেন, আবুখায়ের মিলন,মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন প্রমুখ বক্তৃতা দের বক্তব্যে একটি জোরালো দাবী ছিলো হাটহাজারী উপজেলায় পরগাছা বর্জন করে নৌকার মাঝি এম এ সালাম ভাই কে প্রার্থী হিসেবে দেখতে চাই।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আল আইন নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ ও রেমিট্যান্স যোদ্ধা সর্বস্তরের প্রবাসী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.