|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
হোস্টেল’ গানের মিউজিক ভিডিও বানালেন সৌরভ
প্রকাশের তারিখঃ ৩১ আগস্ট, ২০২৩
সেপ্টেম্বর মাসে নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় নাটক ও মিউজিক ভিডিও নির্মাতা সৌরভ ঘোষ নিলয়।তিনি এই প্রজন্মের তরুণ ও মেধাবী কন্ঠ শিল্পী প্রেম ইসলামের 'হোস্টেল' শিরোনামে মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। গানটি কথা ও সুর নাহিদ হাসান। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। এই গানটি তে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী প্রেম ইসলাম। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন প্রেম,মামুন,সূবর্ণা ও নাজমুল। ডিওপি ছিলেন সানি খান। এছাড়া প্রেম ইসলামের বেশ কিছু গান শ্রোতা নন্দিত হয়েছে।সেই প্রেরণা থেকেই তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল নিয়ে পথ চলতে শুরু করেছেন। তিনি সবার দোয়াও চেয়েছেন।
প্রেম ইসলামের 'হোস্টেল' গানের মিউজিক ভিডিও নিয়ে ভিডিও নির্মাতা সৌরভ ঘোষ নিলয় বলেন, আমি ভালো গান পেলে কাজ করি,ভালোলাগা থেকেই কাজটি করেছি।প্রেম ইসলাম বাংলাদেশ খুবই প্রতিভাবান কন্ঠ শিল্পী। আশাকরি 'হোস্টেল' গানটি সব মিলিয়ে শ্রোতা নন্দিত হবে।
'হোস্টেল' গানটি সেপ্টেম্বর মাসে প্রকাশ পাবে প্রেম ইসলামের প্রেম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.