|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বোরহানউদ্দিনে জমি জবরদখলের অভিযোগ
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৩
বোরহানউদ্দিনে দীর্ঘ দিনের ভোগ দখলীয় ওয়ারিশি ও খরিদা সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দেউলা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহমানের ওয়াররিশি ও খরিদা সম্পত্তি জোরপূর্বক দখল করে একই এলাকার রুহুল আমিন গংরা।
পরে এঘটনায় বিচার ফয়সালা দাবি করেও কোন লাভ হয়নি বলে জানান মেম্বার আবদুর রহমান।
তিনি অভিযোগ করে জানান, চরটিটিয়া মৌজার এস এ ৯৪ নং খতিয়ানের ৪৯৬ বাটওয়ারা ৭৪১, ১২৫৮,১২৫৯,১২৬১,১২৬২ নং দাগ ভুক্ত ওয়ারিশি ও খরিদা ৮০ শতাংশ জমি মালিক বিদ্যমান থেকে দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করে আসছে।
সে জমি কিছুদিন আগে তার সৎ চাচা রুহুল আমিন এর নেতৃত্বে তার ছেলে আলামিন,জামাই বিল্লাল, জুয়েল সজিব সহ আরো কয়েকজন মিলে জোরপূর্বক দখল করে। এনিয়ে তিনি দেউলা ইউনিয়ন পরিষদের পাঁচ জন মেম্বার নিয়ে উপজেলার সর্বোচ্চ মহলে বিচার দাবি করে পরে পুলিশে প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধা প্রদান করেন। এবং ফয়সালার জন্য ডাকলেও তারা তা তোয়াক্কা না করে এখন আবার জমি চাষের জন্যে পায়তারা দিয়ে আসছে।
তিনি আরো জানান, রুহুল আমিন গংরা এলাকার কোনো রকম বিচার ফয়সালা মানেনা আরো উল্টো মিথ্যা মামলা হামলার হুমকি ধামকি দিয়ে আসছে। আবদুর রহমান এলাকার দুই বারের নির্বাচিত মেম্বার তার বাবা সাবেক মেম্বার ও দীর্ঘদিনের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হওয়া সত্ত্বেও মানসম্মানের দিকে তাকিয়ে কোনোরকমের দাঙ্গা হাঙ্গামার দিকে জায়নি।
এঘটনায় তিনি ন্যায় বিচার দাবি করেন।
রুহুল আমিন গংদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.