|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুর ভোক্তা অধিদপ্তর এর অভিযান ও জরিমানা আদায়।
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৩
ফরিদপুর জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে পিয়াজ রসুন ও ডাবের ক্রয় বিক্রয়ের কারসাজি
করার অপরাধে দুই ব্যাবসায়ীকে জরিমানা করা সহ সর্তক বার্তা প্রেরণ করা হয়েছে।
আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক তত্ত্বাবধানে, ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার এর নির্দেশনায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথের পরামর্শক্রমে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ এর নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গা বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় পিয়াজের মূল্য উর্ধগতি রোধ করার লক্ষ্যে দুই জন পিয়াজ- রসুন ব্যবসায়ীকে ক্রয়-বিক্রয়ে কারসাজি করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক দুই হাজার টাকা এবং ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব এর সুযোগে ডাবের মূল্যে অতি মুনাফা করার অপরাধে একই আইনে একজন ডাব ব্যাবসায়ীকে এক হাজার টাকা, মোট তিন হাজার টাকা অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়। উক্ত বাজার তদরকি করার সময় উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান এবং জেলা পুলিশ প্রশাসনের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.