|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
তালের পিঠা
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৩
তালের পিঠা
পবিত্র চক্রবর্তী
২৭/০৮/২০২৩
ভাদ্র মাসে তাল পাকে তার
গন্ধে ভরে যায় মন
প্রশংসায় তার জুড়ি নাই আর
পাতাল হইতে গগন।
তালের পিঠা ভারি মজা
যে খেয়েছে জানে
ফিরে ফিরে খেতে চায় মন
পিঠায় মন তার টানে।
তালের সাথে দুধ মিশায়ে
দেখ রান্না করে,
একবার খেলে সারা জনম
সবার মনে পড়ে।
পুষ্টিতে তার নাই তুলনা
বড় ডাক্তার গুণে,
রোগ বালাই আর রয় না গৃহে
মন ভরে যায় শুনে।
কি বলব তার রূপের কথা
যদিও রঙটা কালো,
গুণে তাহার দেশ জোড়া নাম
জগত করে আলো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.