|| ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
জয়পুরহাটে আন্তঃশ্রেনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট।।
প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৩
জয়পুরহাটের ঐতিহ্যবাহি নর্থ বেঙ্গল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃশ্রেনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী জয়পুরহাট কালেক্টর মাঠে নর্থ বেঙ্গল মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক এ টুর্নমেন্টের আয়োজন করা হয়।শুধু প্রতিষ্ঠানে অধ্যয়নরত্ব শিক্ষার্থীরা টুর্নামেন্টে অংশগ্রহন করেন। প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচ শ্রেণীর শিক্ষার্থীরা ৫টি ফুটবল দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করে। ফুটবল খেলা দেখার জন্য মাঠের চারপাশে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিল। সমাপণী খেলায় দশম শ্রেণী ফুটবল দল অষ্টম শ্রেণী ফুটবল দলকে (১-০) গোলের ব্যবধানে জয়লাভ করে। প্রীতিম্যাচটি পরিচালনা করেন নর্থ বেঙ্গল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। পরিশেষে জয়-পরাজয় উভয় দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল সহ ট্রপি বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.