|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে জেলা আঃলীগের ডেঙ্গু সচেতনতা মূলক কর্মসূচি পালন
প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২৩
বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাড়া বাংলাদেশ ডেঙ্গু আক্রান্তে রোগীদের সচেতনতা ও সেবারমান
বৃদ্ধি করায় লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সেই উপলক্ষে আজ মঙ্গলবার দুপর ১২টায়
ফরিদপুর সদর হাসপাতালে ডেঙ্গু সচেতন ও বিনামূল্যে স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,বি এম এর সভাপতি ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, ডেপুটি সিভিল সার্জন শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাক্তার আবু আহমেদ, আর এম ও ডাক্তার গণেশ কুমার আগরওয়ালা সহ
আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ডাক্তার সহ হাসপাতালে কর্মরত সকলকে রোগীর প্রতি যত্নমান সহ তাদের সঠিক সেবা দানের মাধ্যমে আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে ঘরে ফিরে যেতে পারে সেই লক্ষে কাজ করতে হবে। পাশাপাশি কোন রোগী যেন বিনা ওষুধে বা অবহেলায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই সময় হাসপাতালে মোট ২৫০ টি স্যালাইন বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.