|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী! রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৩
পাঁচবিবিতে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে ৭নং সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী আজ সোমবার সকাল সাড়ে ৭টায় বার্ধ্যক্ষজনিত কারণে ঢাকাইয়াপট্টি মহল্লায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি............রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুরে বায়তুন নূর জামে মসজিদে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বরে থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
পরে সরকারি কবরস্থানে (মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট স্থানে) তার দাফন সম্পন্ন হয়।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মুক্তিযুদ্ধের গবেষক ও সংস্কৃতি কর্মী আমিনুল হক বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সম্পাদক ও জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু, সম্পাদক উল্লাস কুমার হাজরা, সহ-সম্পাদক নির্মল রায় প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.