|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশেই থাকবেন- খেদাপাড়ায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৩
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)।। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর। সেই স্বপ্ন পূরণে তিনি কাজ শুরু করে ছিলেন। স্বাধীনতার মাত্র তিন বছরের মাথায় স্বাধীনতা বিরোধী ঘাতকদের নৃশংসতা ভাবে তাকে হত্যা করে। তিনি জীবন দিলেও থেমে থাকেনি সেই স্বপ্নের বাস্তবায়ন। জাতির পিতার সুযোগ্যকন্যা শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন পূরণে কাজ করে চলেছেন। তার সুযোগ্য নেতৃত্বে অদম্য অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে চলেছে দেশ। রোববার বিকালে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের তালতলা বাজারে স্থানীয় ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও তালতলা বণিক সমিতির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গনভোজের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাসেমের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। তারা উন্নয়ন অগ্রযাত্রার সাথে থাকবে না কি হত্যা, আগুন সন্ত্রাস আর নৈরাজীকারীদের সাথে থাকবে। মানবাধিকারের সাথে থাকবে নাকি মানবতা বিরোধীদের সাথে থাকবে। দেশের সচেতন নাগরিকরা অবশ্যই খুনী ও হত্যাকারীদের প্রতিহত করে স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশেই থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্না, ইউনিয়ন আওয়ামী আহবায়ক সামছুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মোমিন, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মাষ্টার আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা অশোক কুমার মল্লিক, হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.