|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আাগাম নির্বাচনী প্রচারনায় এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি।।
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন জয়পুরহাট-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাভোকেট সামছুল আলম দুদু এমপি। তিনি জয়পুরহাট-১ আসনের সাধারন জনগনের প্রত্যক্ষ ভোটে পরপর দু’বারের নির্বাচিত সংসদ সদস্য। প্রায় দশ বছর যাবৎ এমপি দুদু দেশরত্ব জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারক বাহক হিসাবে জয়পুরহাট-১ আসনের হয়ে কাজ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারন ভোটাদের নিকট এসব উন্নয়নের চিত্র তুলে ধরে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন এমপি দুদু।
প্রায় তাঁকে দেখাযায়, সরকারি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহন শেষ করেই ছুটে যান দলীয় বিভিন্ন কর্মসুচীতে অংশগ্রন করতে। এসব দলীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহন করা দলীয় নেতাকর্মিদের উদ্যেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডগুলো সাধারন মানুষের মাঝে প্রচার করতে দলীয় নেতাকর্মিদের নির্দেশ দেন। এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেখাযায় প্রতিনিয়ত অসহায় ও দূরারোগে আক্রান্ত দীঘদিনের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোজখবর নেন এবং সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবেও অর্থনৈতিক সহায়তা করেন।
গতকাল শনিবার সন্ধ্যারাত থেকে গভীররাত অবদি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোকের মাস উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক রমজান সরদার বলেন, আমরা একজন সৎ, পরোপকারি, অসহায় কর্মিদের পাশে দাঁড়ানো চরিত্রবান নেতা পেয়েছি। রাত অনেক হয়েছে তবুও সভাস্থল ত্যাগ করেনি একজন কর্মিও, এতে বোঝা যায় আমাদের নেতা সকলের নিকট কত বেশী প্রিয়। তিনি আরো বলেন, এজন্যই রাতের বেলাতেও জয়পুরহাট থেকে সীমান্তের পাড়ে অনুষ্ঠিত প্রিয় নেতার পাশে বসার আশায় ও তার মুখে বঙ্গবন্ধু ও জননেত্রীর উন্নয়নের কথা শোনার জন্য এসেছি। উপজেলা আ,লীগের সাধারন সম্পাদ উদীয়মান তরুন নেতা জিহাদ মন্ডল বলেন, আওয়ামীলীগের ব্যানার ছেড়ে সহযোগি সংগঠনের ব্যানার ব্যবহার করে যারা বিভিন্ন অনুষ্ঠান করে দলের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছেন। তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক প্রিয়নেত্রী শেখ হাসিনা পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের দ্বায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে থেকেই দলকে এগিয়ে নিতে পথভ্রষ্ট নেতাকর্মিদের দৃষ্টি আকর্শন করেন। স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা নূর ইসলাম মিন্টুর সভাপতিত্বে ধরঞ্জী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভার অনুষ্ঠানে উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল বলেন, আমাদের প্রিয়নেতা শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন দুদু ভাই একজন ভালো মানুয় এবং ভালো নেতা। শেখ হাসিনা তাকে আগামী সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে আবারও নেীকার মনোনয়ন দিবেন এবং দুদু ভাই হেট্রিক করবেন। এসময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু সহ অনেকেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.