|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসন চায় সাম্যবাদী দল
প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অন্তত একটি সংসদীয় আসন চায় ১৪ দলের শরিক সাম্যবাদী দল। সেটি যেন হয় চট্টগ্রাম-১ (মিরসরাই)। তবে ১৪ দলের প্রধান শেখ হাসিনা যে নির্দেশ দেবেন তা মেনে নিবেন বলে দাবি করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। শনিবার (১৯ আগস্ট) সকালে মিরসরাই উপজেলার হাইদকান্দি ইউনিয়নের দমদম গ্রামের তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।এসময় সাম্যবাদী দলের মিরসরাই উপজেলা শাখার আহবায়ক ছালেহ আহম্মদ মাস্টার, দিলীপ বড়ুয়ার সহধর্মিনী অধ্যাপিকা তৃপ্তি বড়ুয়া, বিজয় বড়ুয়া, মো. দেলোয়ার হোসেন, এডভোকেট দির্ঘতম বড়ুয়া, স্থানীয় ইউপি সদস্য রনজিত বড়ুয়া, জামশেদ আলম, শাহাব উদ্দিন বেলাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।এসময় তিনি দাবি করেন, তিনি শিল্পমন্ত্রী থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই বিসিক শিল্পনগরী, নিজামপুর কলেজকে বিশ্ববিদ্যালয়করণসহ বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন। তার সময়ে দেশের কোন শিল্প কারখানা বন্ধ হয়নি। এছাড়া কৃষকদেও সারের পেছনে ছুটতে হতো না। বরং সার কৃষকদেও পেছনে ছুটতো।তিনি আরও বলেন, মুহুরী প্রজেক্ট এলাকায় একটি মেরিন ডাইফ করতে গিয়ে অনেকের প্রতিহিংসায় পারেননি। সেটি বাস্তবায়িত হলে মিরসরাইয়ের সকল জমি তিন ফসলের আওতায় আসতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক বড় মেকার দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশ আজ উন্নয়নের শিখরে পৌছে গিয়েছে। চীন বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবেনা জানিয়ে তিনি বলেন, আমি কিছুদিন আগে চীনে গিয়েছি। তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন হস্তক্ষেপ করবে না। তবে সহযোগীতা লাগলে করবে। এছাড়া পদ্মা সেতু পাশে যদি কোন শিল্প অঞ্চল গড়ে উঠে এতে চীন সহযোগীতা করবে বলে জানিয়েছেন।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহসী উল্লেখ করে বলেন, আমেরিকার বিরুদ্ধে কথা বলা সহজ নয়। এতে শক্তি ও সাহস দুটোই লাগে। যা বঙ্গবন্ধু কন্যা করে দেখিয়েছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ আমেরিকায় খেলার পুতুলে পরিণত হবে দাবি করে তিনি বলেন, আমেরিকা ইরাক, লিবিয়া, আফগানিস্তানকে শেষ করে দিয়েছে। এখন ইউক্রেনকে শেষ করে দেয়ায় পায়তারা করছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.