|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃমিরসরাই থানা এলাকায় গতকাল ১৮ আগষ্ট রাত্রিকালীন দায়িত্ব পালন কালে এসআই মোঃ জাহিদুল ইসলাম আরমান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা গ্রামে গরু বোঝাই একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩ জন গরু চোরকে আটকে করে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মীরসরাই থানা এলাকায় টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ টিমের সহায়তায় মীরসরাই থানাধীন ১১নং মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘরিয়াটোলা খন্তাকাটা ব্রীজের উত্তর পাশে মোস্তফার বাড়ির সামনে পাকা রাস্তার উপর ব্যারিকেড দিয়ে একটি ট্রাক গরুসহ তথায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের পিছনে বড়িতে গরুর সাথে থাকা ৫/৬ জন চোর ট্রাক হতে লাফালাফি করে নেমে আশপাশের বাড়ির ভিতর ঢুকে পালিয়ে গেলেও ট্রাকের সামনে বসা থানা ড্রাইভার ১। মোঃ মোশাররফ হোসেন (৩৯), পিতা- মৃত আঃ রহিম, মাতা- পিয়ারা বেগম, সাং-আলিপুর(মেন্দি মিয়ার বাড়ী), ০৩ নং পৌর ওয়ার্ড, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, এ/পি- বাটা গলি মমতাজ সওদাগরের বাড়ী, জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া, থানা- পাহাড়তলী, সিএমপি, চট্টগ্রাম, ২। মোঃ আবুল বশর (৬০), পিতা- মৃত সিদ্দিক আহাম্মেদ, মাতা- মৃত খায়েরেন্নেছা, সাং- বানাতলী(জাফর আলীর বাড়ী), ০৯ নং ওয়ার্ড, ১০ নং মিঠানালা ইউপি, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রাম, এ/পি- হুমায়ূন এর কলোনি, রেল রাস্তার মাথা, হুমায়ুন এর বাসার ভাড়াটিয়া, থানা- পাহাড়তলী, সিএমপি, চট্টগ্রাম, ৩। মোঃ রিয়াজ(২৯), পিতা-মোঃ বাদশা, মাতা-তাসলিমা বেগম রিনা, সাং-এখলাছপুর (কালা মিয়া চৌকিদার বাড়ী), ০১নং ওয়ার্ড, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, এ/পি- টাক্কুর বাড়ী, মালিপাড়া রোড, রেল লাইনের পাশে, জয়নাল মিয়ার দোকান, থানা- আকবর শাহ, সিএমপি, চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হই এবং আসামিদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি,২ রাউন্ড কার্তুজ (গুলি),১টি ধারালো কিরিচ , চুরির কাজে ব্যবহৃত ট্রাক ও প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ২টি গরু উদ্ধার করতে সমর্থ হই । পরবর্তীতে ধৃত আসামিদের দেয়া তথ্য মতে আরো অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় পলাতক আসামী ৪। মো: আল আমিন (৩৩), পিতা- জাকির হোসেন, মাতা- শাফিয়া বেগম, সাং- চিলমাড়ি (উকিল বাড়ি), ৭ নং ওয়ার্ড, ভাসানচর ৭ নং ইউপি, থানা- কাজিরহাট, জেলা- বরিশাল, এ/পি- রেলওয়ে কলোনি, মাস্টার লেন, খুলশি থানা, সিএমপি, চট্টগ্রাম), ৫। মো: সুমন (৩৫), পিতা- মৃত মাইনুদ্দিন মিস্ত্রী, মাতা- রোকেয়া বেগম, সাং-তোতা মিয়ার বাজার (মাইনুদ্দিন মিস্ত্রী বাড়ি), ৭ নং ওয়ার্ড, ২ নং চরভাটা, থানা-সুবর্ণচর, জেলা- নোয়াখালী, এ/পি-কুরাইশ খুরশিদ এর কলোনী এর ভাড়াটিয়া, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রাম), ৬। বিমল চন্দ্ৰ নাথ (৫৫), পিতা- মৃত হরেন্দ্র চন্দ্র নাথ, মাতা- ললিতা বালা দেবী, সাং- দক্ষিণ চাঁদপুর (সন্তোস ডাক্তারের বাড়ি), ৯ নং ওয়ার্ড, ৯ নং লেমুয়া ইউপি, থানা- ফেণী সদর, জেলা- ফেনী (এপি সাং-শীল পাড়া, দিদার কলোনীর ভাড়াটিয়া, থানা পাহাড়তলী, গ্রেফতার করা হয়।আসামীদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ পৃথক চুরি মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ হয়েছে ।