|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত। আওয়ামীলীগ সমর্থকদের গণ-জোয়ার
প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২৩
শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে উপজেলা আওয়ামীলীগ। ওইদিন বিকেলে আওয়ামীলীগের নেতা-কর্মি ও সমর্থকদের গণ-জোয়ারের যেন প্লাবিত হয় সভাস্থল।
১৮ আগষ্ট শুক্রবার বিকেল ৩টায় উপজেলার নিজমেহার মডেল পাইলট স্কুল মাঠে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সফিকুর রহমান।
হাফেজ মোঃ মিনহাজের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ শাহরাস্তি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র মাধু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ মোস্তফা কামাল, জাহাঙ্গীর মোঃ আদেল, উপজেলা ছাত্রলীগের পক্ষে
সোহরাব হোসেন সৌরভ, পৌর ছাত্রলীগের পক্ষে আবু সাইদ।
এসময় উপস্থিত ছিলেন, রায়শ্রী দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনসহ উপজেলা, পৌরসভা, ও অন্যান্য ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগের নেতা-কর্মি, সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি এখানে এসেছি আমিলীগের জন্য নয়, বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগের জন্য এখানে এসেছি। মতভেদ ভুলে সবাই একত্রিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আমরা ব্যক্তির নির্বাচন করিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকা প্রতীককে জিতানোর জন্য আওয়ামীলীগ করি। আপনারাও তাই করুন। পনের আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকান্ডের মাধ্যমে যারা এদেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিলো তারাই আবার বর্তমান সরকারকে হটাতে চাইছে।
তিনি আরও বলেন, পনের আগষ্টের মাধ্যমে দেশকে ইরাক ও লিবিয়ার মত বানাতে চেয়েছিলো। আপনারা একত্রিত হলে দেশকে পাকিস্তান আর শ্রীলংকার হতে হবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বাধা পেরিয়ে দেশ ও জাতির কল্যানে নিবেদিত হয়েছে। সবাইকে নেত্রির পাশে থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.