|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বিরামপুর থানার তুহিন বাবু
প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৩
দিনাজপুর জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা জুলাই/২০২৩ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য শ্রেষ্ঠ এসআই সম্মাননা স্মারক পেয়েছেন বিরামপুর থানার এসআই তুহিন বাবু।
বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৩ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,পিপিএম।মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার, দিনাজপুর(জুলাই/২০২৩) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা স্মারক অফিসারদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জেলার সকল সার্কেল এবং সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপারে অফিসার এস আই তুহিন বাবু জানান, এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.