|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে র্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৩
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে দীর্ঘ ১৪ বছর পলাতক মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তের রাহেদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৩৫)। গতকাল বুধবার বিকালে আরিফকে নওগাঁর ঢাকা বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের প্রেস ব্রিফিংয়ে জানাযায়, ২০০৯ সালে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ আরিফ কালাই থানা পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে আরিফ জামিনে মুক্তি পেলেও গত ৩১ জুলাই/২৩ জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই সে বিভিন্নস্থানে পালিয়ে বেড়ায়। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আরিফকে বুধবার গভীররাতে নওগাঁ বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.