|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ক্ষুদ্র নৃগোষ্টি পরিবারের মাঝে মুরগী, খাদ্য ও ঘর বিতরণ।।
প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমতল ভুমিতে বসবাস করা ক্ষুদ্র-নৃ গোষ্টির পরিবারের মাঝে মুরগী, খাদ্য ও মুরগী পালনের ঘর বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এসব প্রণোদনা বিতরণ করা হয়। জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু গরীব অসহায়দের হাতে এসব তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাজমীর রহমান, উপজেলা আ,লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক জিহাদ মন্ডল সহ অনেকেই। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, আজ উপজেলার ১২৫টি পরিবারের মাঝে ২০টি করে মুরগী, তৈরী খাবার ও একটি করে কাঠের তৈরী ঘর প্রদান করা হল। পর্যায়ক্রমে উপজেলার ৬৬৫টি পরিবারের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.