|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শোক দিবস উপলক্ষে পাঁচবিবিতে আওয়ামীলীগের র্যালী ও আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৩
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদৎ বরণকারী সকল শহীদের স্বরণে ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আজ মঙ্গলবার বিকেল ৪টায় এক শোক র্যালী পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে বারোয়ারী চত্ত¡রে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু। সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান লেবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছানোয়ার হোসেন, সহ-সভাপতি ও আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, যুগ্ম সম্পাদক মীর রেজাউল করিম, সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস.কে আব্দুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মন্ডল, আওয়ামীলীগ নেতা দেওয়ান সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, পৌর স্বেচ্চাসেবকলীগের সভাপতি নাজমুল হক সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে পৌর পার্কে পৌর আওয়ামীলীগের উদ্যোগে, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র নূর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, পৌর আওয়ামীলীগের সম্পাদক ওবায়দুর রহমান, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর ছাত্রলীগের সম্পাদক সাইদুর রহহমান রাজু সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভার পূর্বে জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে পৃথক পৃথক শোক র্যালী অনুষ্ঠিত হয়, আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.