|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করন
প্রকাশের তারিখঃ ১৬ আগস্ট, ২০২৩
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ
২০২৩-২৪ অর্থবছরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের পুকুরে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন জয়পুরহাট-১ আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিয়ায কাজমীর রহমান, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক রাশেদুল হক ও উপজেলা আ,লীগের সম্পাদক জিহাদ মন্ডল সহ অনেকেই। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, প্রায় ৩’শ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতিয় মাছের পোনা উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.