|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রংপুরে র্যাব-১৩ আয়োজনে স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি পালন
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে র্যাব-১৩ আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে র্যাব-১৩ আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল দিনের শুরুতে ব্যাটালিয়ন সদর দপ্তরসহ সকল কোম্পানীতে সকালে জাতীয় পতাকা (অর্ধ্য নমিত) উত্তোলন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে নির্মিত প্রামান্য চিত্র র্যাব-১৩ ব্যাটালিয়নের সকল কোম্পানীসহ ভিটিসির মাধ্যমে প্রদর্শিত হয়। বেলা ১২টায় র্যাব-১৩ এর চিত্তবিনোদন কক্ষে অধিনায়ক বঙ্গবন্ধুর জীবনী এবং জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার মাধ্যমে বক্তব্য প্রদান করেন।
দুপুরে ব্যাটালিয়ন সদর এর জামে মসজিদে কোরআন খতম, জোহরের নামাজ শেষে ১৫ আগস্ট এর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে এতিম শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন এতিম খানায় দুস্থ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিশেষ কর্মসূচি হিসেবে অত্র ব্যাটালিয়নে “সন্ধানী” এর মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যাতে ব্যাটালিয়নের অধিনায়ক এবং উপ অধিনায়কসহ বিভিন্ন পদবীর র্যাব সদস্যগণ রক্তদান করেন।
এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৮টি জেলায় (রংপুর,গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট) কোন বিশেষ দল বা গোষ্ঠী যেন নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে র্যাব ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনা মোতাবেক র্যাব-১৩ এর আওতাধীন এলাকায় পেট্রোলিং এর মাধ্যমে পর্যাপ্ত টহল টিম ও সাদা পোশাকে ডিউটিতে মোতায়েন করা হয়। এসময় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।##
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.