|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তারের উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলা রোডে অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী ও বঙ্গবন্ধুর রাষ্ট্র চিন্তা, উন্নয়ন দর্শন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র শিল্প উন্নয়ন, যুদ্ধ পরবর্তী দেশকে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ব্যারিস্টার সামীর সাত্তার।
এছাড়াও ব্যারিস্টার সামীর সাত্তার বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কথা বলেন।
আলোচনা সভায় এসময় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা জাতীয় পার্টির সভাপতি একেএম হামিদুল্লাহ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি , সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, প্যানেল মেয়র মিজানুর রহমান, পৌর কাউন্সিলর কামরুজ্জামান সুজন, মুছা তারেক, ব্যবসায়ী খোকন আকন্দ সহ জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সুধীজনরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে ১৫ আগস্টে ঘাতকের গুলিতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়াও ব্যারিস্টার সামীর সাত্তারের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার ৫০০ জন হতদরিদ্র ও দুস্থ ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.