|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ০১ স্বামী আহত ০১
প্রকাশের তারিখঃ ১৫ আগস্ট, ২০২৩
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১ জন এবং আশংঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি ০১ জন।
আজ মঙ্গলবার সকালে নীলফামারী- ডোমার এশিয়ান হাইওয়ে সড়কের নীলফামারী পুলিশ লাইন এই দুর্ঘটনাটি ঘটে ।
নিহত ব্যক্তি মোহাম্মদ বেলাল হোসেন ( ৩১) নীলফামারীর ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামে, এবং এঘটনায় আহত হয়েছে নুরিনা বেগম (২৬) নামের এক নারী।
যিনি মোহাম্মদ বেলাল হোসেন এর স্ত্রী ।
সরজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান সকালে নীলফামারীর উত্তরা ইপিজেড থেকে কাজ করে তারা বাসায় ফিরছিলেন পথিমধ্যে তারা নীলফামারী পুলিশ লাইনে আসলে দাড়িয়ে থাকা একটি ট্রাককে তাদের মোটরসাইকেল টি সজোরে ধাক্কা দিলে মো: বেলাল হোসেন ঘটনাস্থলে মারা যায় , এবং তার সাথে থাকা তার স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন ।
এসময় স্থানীয় কয়েকজন নুরিনা বেগম কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
তারা আরো বলেন সড়ক দুর্ঘটনায় নিহত এবং আহত ব্যক্তি তারা স্বামী স্ত্রী ছিলেন ।
এবং মোহাম্মদ বেলাল হোসেন দ্রুত গতিতে মোটরসাইকেল টি চালাচ্ছিলো এবং ফোনে কথা বলছিলো।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মোটরসাইকেল টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আহত অপরজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে আর তাদের পরিবারে সদস্যরা আসলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.