|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাবেক সফল চেয়ারম্যান: মোঃ আব্দুস সালাম
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৩
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ-
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩'এ গভীর শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁর ধামইরহাট উপজেলার ৮নং খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম।
শোকবহ ১৫ আগস্ট বাঙ্গালী জাতির মুক্তির দূত, মহান স্বাধীনতার মহানায়ক, সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত্ বার্ষিকী। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে জাতির জন্য এক কালো অধ্যায়ের জন্ম হয়েছিল সেইদিন। এই দিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁর ধামইরহাট উপজেলার ৮নং খেলনা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম।
এ বিষয়ে সাবেক সফল চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম তিনি জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের জন্ম হতনা। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালো রাতে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ও বাংলাদশের স্বাধীনতাকে নস্যাত্ করতে চেয়েছিল একটি কুচক্রি মহল। কিন্তু তাঁরা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশের হাল ধরেছেন এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর শাহাদাত্ বার্ষিকীতে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার বিষয়ে দৃঢ় মনোবল গড়ে তুলি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.