|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে স্বাস্থ্য বিধি পরিসেবার উন্নতির সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ আগস্ট, ২০২৩
খুলনার দাকোপ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে স্হায়ী কমিটির কার্যকারিতা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্হ্য বিধি পরিসেবার উন্নতির জন্য সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১ টারদিকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে নবযাত্রা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টিফেন হেমবরম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, পানখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, কামারখোলা ইউনিয়নের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,বানিশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা,বক্তৃতা করেন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এনায়েত হোসেন, রবিউল ইসলাম, নারায়ণ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সুব্রত কুমার মন্ডল, সংরক্ষিত সদস্য লিপিকা রাণী মন্ডল, কনিকা রায়, রোমা রানী মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব গন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.