|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামের জমি নিয়ে বিরোধ’ সংঘর্ষে নারী সহ ৭ জন আহত
প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৩
নওগাঁর মান্দায় জায়গাঁ জমি নিয়ে বিরোধের জেরধরে উভয় পক্ষের সংঘর্ষে নারী সহ ৭ জন আহত। এসংঘর্ষের ঘটনাটি ঘটেছে মান্দা উপজেলার বৈলশিং 'মধ্যপাড়া' গ্রামে।সুত্রে জানা গেছে, বৈলশিং মৌজার হাল ১৮১ নং খতিয়ানের ৮৭৩ দাগের ২৮ শতাংশ জমি নিয়ে বৈলশিং গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে দু পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। জমা-জমি নিয়ে চলা বিরোধের জেরধরে উভয় পক্ষের সংঘর্ষে শুক্রবার মিরাজুল ইসলাম, শাহনাজ, রুবেল, ময়না, শাহনাজ, আব্দুল জলিল এবং পলি খাতুন দু' পক্ষের ৭জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। আহতদের মধ্যে মিরাজুলের শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানাগেছে। সংবাদ সংগ্রহকালে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থাস্থলে থানা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.