|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ব্রাহ্মণবাড়িয়ায় পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে র ্যাব।
প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তলসহ চুনারুঘাটের ২ ব্যক্তিকে আটক করেছে র্যাব। দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। আটক আব্দুল কাদির (৬৬) চুনারুঘাট উপজেলার রগুরামপুর (সরকারবাড়ি) এলাকার আবু তাহেরের ছেলে ও একই উপজেলার নোয়াগাঁও এলাকার আব্দুর নূরের ছেলে মো. কামাল উদ্দিন (৪২)। গতকাল শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট, র্যাব-৯ মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশী করে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.