মো: আতাউর রহমান সরকার ( মতলব উত্তর প্রতিনিধি):চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ শনিবার (১২ আগস্ট) বেলা ১১টার সময় ছেংগারচর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি । ছেংগারচর পৌরসভার প্রশাসক ও ইউএনও( ভারপ্রাপ্ত) আল ইমরান খানের সভাপতিত্বে পৌর সভার সহায়ক মো: রেফায়েত উল্ল্যাহ দর্জির পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকার। মেয়র আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকার তাঁর বক্তব্যে নির্বাচনী ওয়াদা পালনে সবার সহযোগিতা কামনা করেন। এ ছাড়া তাঁকে মেয়র হিসেবে নির্বাচিত করায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদর্শ- আধুনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলের দোয়া ও সহোযোগিতা চেয়েছেন।এ সময় পৌর এলাকার সুশিল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব লায়ন মোঃ আরিফ উল্ল্যাহ সরকার মেয়র নির্বাচিত হন। ২৬ জুলাই নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের গেজেট প্রকাশ হয় এবং গত ১০ আগষ্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার জনাব মো: তোফায়েল ইসলাম শপথ বাক্য পাঠ করান।