|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শপথ নিলেন ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আরিফউল্যাহ ও কাউন্সিলররা
প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৩
মো: আতাউর রহমান সরকার মতলব উত্তর প্রতিনিধি : ১০ আগস্ট শপথ নিয়েছেন ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদের শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।শপথ বাক্য পাঠ করা ছেংগারচর পৌরসভার নবনির্বাচিতরা হলেন, মেয়র আরিফ উল্যাহ সরকার (বাংলাদেশ আওয়ামীলীগ), সংরক্ষিত
১নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর সালমা পাটোয়ারী, ২ নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম এবং ৩ নম্বর ওয়ার্ডের নুরুন নাহার, সাধারণ কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডের সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম , ৪ নম্বর ওয়ার্ডের মোঃ শাহজালাল মুফতী , ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহ সরকার , ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন , ৮নম্বর ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন।
শপথ অনুষ্ঠানের পর বিভাগীয় কমিশনার এর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র আরিফউল্যাহ সরকার।নেতা -কর্মী ও সমর্থকদের বরণে ও সিক্ত হয়ে উঠেন নবনির্বাচিতরা। বরণ শেষে ফটোসেশান করেন।
মূলত শপথ গ্রহণের পরই ছেংগারচর পৌরসভাকে সাজাতে নবউদ্যোমে কাজ করবেন মেয়র-কাউন্সিলরেরা।
এ নিয়ে উৎসবে আমেজ বিরাজ করছে তাদের কর্মী সমর্থকদের মাঝে।যার জন্যই মূলত শপথ অনুষ্ঠানে ছিল কর্মী সমর্থকদের উৎসব মুখর পরিবেশ।
উল্লেখ, এর আগে গত ২৬ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়।শপথ গ্রহণের তারিখের পূর্বে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ২৮(১) ও ২৮(২)র ধারা অনুসরণে যাবতীয় কার্যাদি সম্পন্ন করে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরগণের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এর উপ-পরিচালক শাহিনা সুলতানা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.