|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে একাডেমিক ভবন উদ্বোধন হয়েছে
প্রকাশের তারিখঃ ১০ আগস্ট, ২০২৩
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি (বিএমআই) কারিগরি কলেজের ৩’তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রধান অতিথি হিসাবে একাডেমিক ভবনের উদ্বোধন করেন। পরে প্রতিষ্ঠানে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তব্য রাখেন জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না, জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাতয়ারা পারভীন, উপ সহকারি প্রকৌশলী বায়েজীদ বোস্তামী, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, উপজেলা আ,লীগের সম্পাদক মোঃ জিহাদ মন্ডল, স্থানীয় কমিশনার আনিছুর রহমান বাচ্চু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হোসেন ও অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী সহ শিক্ষক/শিক্ষার্থী এলাকার সুধীজন। উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত মসজিদের ইমাম মাওলানা সোহরাব হোসেন সহ অতিথিরা একাডেমি ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন। নির্বাহী প্রকৌশলী মাতয়ারা পারভীন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধির লক্ষে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে এ কলেজের ৩’তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হল বলেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.