১৯১৮ সালের ৯ আগস্ট মতলব নামকরণ গেজেটভুক্ত হয় গেজেট নম্বর ২৩৮।জানা যায়,মোঘল আমলে বর্তমান বাবু পাড়া ও পৈল পাড়া গ্রামদ্বয়ের উত্তর প্রান্তে গোমতীর শাখা ধনাগোদা নদীর তীরে অবস্থিত লালার হাট বাজারটি নদী ভাঙ্গনে বিলীন হলে কলাদী গ্রামের উত্তর প্রান্তে উপর্যুক্ত নদীর তীরে বৈরাগীর হাট নামে একটি বাজার জমে উঠে। কথিত আছে ১৬২৫ খ্রিষ্টাব্দে ১২৫ জন বৈরাগী এ হাটটি বসান। বৈরাগীর হাটটি মতলব বাজারে পূর্ব অংশে ছিল। এখানে বটগাছ ছিল এবং বৈরাগীর আড্ডায় অনেক লোকের আসা যাওয়া ছিল। চারিদিকে অনেক দোকানপাট গড়ে ওঠে।১৭২৮ সালে প্রস্তুতকৃত রাজস্ব তালিকায় এর রাজস্ব নির্ধারন হয়ে ছিল ৬৪৫৬ টাকা । ঢাকার নিবাসী জৈনক সেম সাহেব চাঁদপুর মতলবের কিছু অংশ বরদিয়া বোয়ালিয়া সিংহের গাঁও পরগনার কিছু অংশ নিয়ে গঠিত মহব্বত পুর পরগনার জমিদারী লাভ করেন। জমিদারী কাজকর্ম পরিচালনার জন্য সেম সাহেব ফরিদপুরের মতলুব খাঁ নামক একজন জ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তিকে এই পরগনার জায়গীর দার হিসাবে প্রেরন করেন।মতলু্ব খা মতলবের দীঘলদী নামক গ্রামে জমিদারী কার্যালয় স্থাপন করেন। সেই স্থানটিকে জমিদারের বের বা ঘের হিসাবে আখ্যায়িত করা হয়।
বৈরাগীর হাটের জনপ্রিয়তার কারণে মূলত মতলবের পুর্ব নাম ছিল বৈরাগীর হাট।যা দেখে ঈর্ষাণিত হয়ে ১৮৫৮ সালে ফরিদপুরের জমিদারের জমিদারী বাড়িয়ে মতলুব জমাদার বৈরাগীর হাটের দক্ষিণে পশ্চিম অংশে নিজ নামে আরেকটি বাজার মেলায়। যার নাম মতলব খার হাট নামেও পরিচিত হয়েছিল। কিছু কাল দুটি বাজারই তীব্র প্রতিযোগিতায় চলার পর জমাদারের হাট মতলব নামে জনপ্রিয়তা অর্জন করে। আর বৈরাগীর হাট নামটি বিলুপ্ত হয়। এভাবেই মতলুব জমাদারের নাম অনুসারে মতলব এর নামকরণ করা হয়। ১৯১৮ সালের ৯ আগস্ট মতলব গেজেটভূক্ত হয়। গেজেট নম্বর ২৩৮। ঐতিহাসিকদের মতে মতলব উপজেলার নামকরণ করা হয় প্রায় ১২০ বছর পূর্বে। হিন্দু প্রধান এলাকা হিসাবে এখানে অনেক বাউল, বৈরাগী ও তান্ত্রীদের আখড়া ছিল। ১৯০০ সালে গর্ভমেন্ট চাঁদপুর সার্কেল বিভক্ত করে মতলব সার্কেল সৃষ্টি করে। ফলে ২২টি ইউনিয়ন নিয়ে ঐ থানার অগ্রযাত্রা শুরু করে। ২০০০ সালের ৩০ এপ্রিল ১টি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন (পরবর্তীতে ১টি বৃদ্ধি) নিয়ে স্বতন্ত্র উপজেলা হিসেবে মেঘনা-ধনাগোদা নদী পরিবেষ্টিত দ্বীপাঞ্চল মতলব উত্তর উপজেলার যাত্রা শুরু হয়। পরবর্তীতে একই বছরের ৫ সেপ্টেম্বর মতলব উত্তর নব-সৃষ্ট উপজেলা হিসাবে কার্যক্রম শুরু করে। পাশ্ববর্তী মতলব উপজেলার উত্তর দিকে হওয়ার ফলে এ উপজেলার নামকরণ করা হয় মতলব উত্তর । এদিকে মতলব উপজেলা মতলব দক্ষিণ উপজেলা হিসাবে কার্যক্রম শুরু করে। বর্তমানে মতলব উত্তর উপজেলায় ১ পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন রয়েছে। আর মতলব দক্ষিণ উপজেলায় দুইটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন রয়েছে। তবে সংসদীয় আসন হিসেবে মতলব উত্তর-দক্ষিণ মিলে সংসদীয় আসন ২৬১ (চাঁদপুর-২)নামে পরিচিত এদিকে আজ ঐতিহাসিক দিবসকে উদযাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শুভেচ্ছা বার্তা সহ মতলব সৃষ্টির ঐতিহাসিক বিবর্তন তুলে ধরা হয়েছে। বিভিন্ন সামাজিক গ্রুপে মতলবের ইতিহাস ঐতিহ্য সমূহ নিয়ে অনুসন্ধান মূলক আলোচনা করা হয়।