|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৩
মাদক ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি "এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৭ই আগস্ট) সোমবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, দিনাজপুর জেলা কারাগার এর জেলার এ কে এম মাসুম, বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুরাদ হোসেন, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শিবেষ কুমার কুন্ডু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ
এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.