|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার-২।।
প্রকাশের তারিখঃ ৭ আগস্ট, ২০২৩
জয়পুরহাটের পাঁচবিবি থানায় দায়ের কৃত ধর্ষণ মামলায় ০৮ ঘন্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষক ও তার সহযোগিকে গ্রফতার করেছে জয়পুরহাট র্যাব-৫, ও বগুড়া র্যাব-১২, ক্যাম্পের এ র্যাব সদস্যরা।
আজ ৭ আগষ্ট রাত্রী ৩টার সময় বগুড়া সদর এলাকা থেকে ধর্ষকদের গ্রফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের মোঃ পাঞ্জাব হোসেনের পুত্র মোঃবায়েজিদ হাসান (২৩), ২! মোঃজহিরুর ইসলামের পুত্র মোঃহাসনাইন হোসেন তমাল (২০)নওগাঁ জেলার বদলগাছি থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গত ২ আগস্ট বিকাল ৪ ঘটিকায় ধর্ষক হাসাইন হোসেন তমাল, ভিকটিমকে দেখা করার কথা বলে হিলি থেকে পাঁচবিবি পার্কে নিয়ে আসে।ভিকটিম দেখা করতে আসলে তমাল সন্ধ্যা ৭ টায় বায়জিদ ও অজ্ঞাত কয়েক জন সহযাগী পাঁচবিবি থানাধীন নঁওদাপাড়া গ্রামে নির্জন এক বাড়িত নিয়ে যায়।
নির্জন বাড়িতে ভিকটিমকে নিয়ে এসে গভীর রাত পর্যন্ত তমাল ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায় ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে এবং সকালে ভিকটিম এর জ্ঞান ফিরলে আসামীরা তাকে গাড়িতে উঠিয়ে বাসায় পাঠিয়ে দেয়।
পরবর্তীতে ভিক্টিম বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনার বিস্তারিত জানালে ভিকটিমের পরিবার ৬ আগষ্ট বিকাল ৪.৩০ ঘটিকায় পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।
মামলা হওয়ার পর থেকেই র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদেরকে গ্রেফতার করতে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং একপর্যায়ে আসামীরা তাদের স্থান পরিবর্তন করে বগুড়া চলে গেলে র্যাব -১২,বগুড়া ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল এজাহারনামীয় ২ জনকে বগুড়ার বটতলী থেকে গ্রেফতার করত সক্ষম হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.