|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় আরমান নামে এক যুবক নিহত দুই জন আহত
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২৩
নওগাঁর পত্নীতলা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভটভটি চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।রবিবার (৬ আগস্ট) সকাল সারে ১০ টার দিকে উপজেলার মধুইল-সাপাহার সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. আরমান আলী (২৫)। তিনি জেলার ধামইরহাট উপজেলার ইন্দুয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।আহতরা হলেন -ভটভটি চালক মোহাম্মদ এনামুল (৩৫) ও সহযোগী মো.মেহেদী হাসান (২৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ভোরে আগ্রাদিগুন থেকে ভটভটি যোগে মাছ নিয়ে সাপাহার বাজারে বিক্রি শেষে ওই ভটভটিতে করেই ফিরছিলো। পথে নকুচা-করমজা বাজারের মাঝামাঝি এলাকায় দ্রুতগতির ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান আলী। অন্যদিকে আহত ভটভটি চালক মোহাম্মদ এনামুল ও তাঁর সহযোগী মো. মেহেদী হাসানকে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ভটভটিটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.