|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২৩
সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।
সকালে সাভারে থানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
স্বাস্থ্য সচিব এসময় আরও বলেন,সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে দেশের মানুষ যদি ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হয় আরও বেশী ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি স্বাস্থ্য বিভাগ থেকে দেশের মানুষকে সচেতনাসহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন,যথা সময়ে সাভার গণপূর্ত বিভাগ বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট নির্মাণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক খুরশীদ আলম.সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা,সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরো অনেকে প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.