|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
একই লাইনে দুই ট্রেন মুখোমুখি, ২ বগি লাইনচ্যুত
প্রকাশের তারিখঃ ৬ আগস্ট, ২০২৩
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে সিগন্যাল ভুলের’ কারণে একই লাইনে দুটি ট্রেনের মুখোমুখি হওয়ার ঘটনায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন দুই ট্রেনের যাত্রীরা।
আজ রোববার (৬ আগস্ট) দুপুর ২ টার দিকে সরারচর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এর ফলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে ঢাকাগামী এগারোসিন্ধুর প্রভাতী একপ্রেস ও কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস মুখোমুখি হয়। দুটি ট্রেন একই লাইনে চলে এলে দ্রুত ব্রেক করেন চালক। তবে দুই চালকের বুদ্ধিমত্তায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। এতে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ২ টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, পয়েন্ট পরিবর্তনের সময় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের কাজ শুরু করবে। এ ঘটনায় আপাতত ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.