|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন বি-২২১৩ ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর ” জীবন ও কর্ম শীর্ষক” এক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৩
পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন বি-২২১৩ ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের হল রুমে শুক্রবার (৪ আগষ্ট) শোকাবহ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "জীবন ও কর্ম শীর্ষক" এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক ময়মনসিংহ সদর শাখার মাঠ সহকারী আঃ কাদিরের সভাপতিত্বে ও সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন বি-২২১৩ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ইমাম হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন বি-২২১৩ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক সালমান শেখ, সহ-সভাপতি মামুন ভূূঁইয়া, মোঃ ইব্রাহিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাঞ্চন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান জোটন, শফিকুল ইসলাম জোটন, দপ্তর সম্পাদক শাকিব হোসেন মিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আজাহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, শ্রম ও আইন বিষয়ক সম্পাদক আলিম খন্দকার, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক গফরগাঁও শাখার শাখা ব্যবস্থাপক আকরাম হোসেন, ভালুকা শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আরিফ, হালুয়াঘাট শাখা ব্যবস্থাপক শাহজাহান সিরাজী, ময়মনসিংহ সদর শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, নেত্রকোণা জেলা ও আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রাজীব সরকার সহ প্রমুখ। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাক, জুনিয়র অফিসার, কম্পিউটার অপারেটর জলা ও আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়ন বি-২২১৩ এর ময়মনসিংহ নেত্রকোণা জেলা কমিটির নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা কমিটি, কিশোরগঞ্জ জেলা কমিটি ও ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী ইউনিয়নের ৯ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ বিভাগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আঃ কাদির (ময়মনসিংহ সদর), সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা (নেত্রকোণা), সহ সভাপতি আনিছুর রহমান (ঈশ্বরগঞ্জ), সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম (দূর্গাপুর), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর হোসেন (নান্দাইল), আঃ রউফ (নালিতাবাড়ী), দপ্তর সম্পাদক সায়েম মিয়া (পূর্বধলা), ও প্রচার সম্পাদক হিসেবে আশীষ সরকার (জামালপুর) এর নাম ঘোষণা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.