|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের কক্ষ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার, দুই গ্রাম পুলিশ আটক!
প্রকাশের তারিখঃ ৫ আগস্ট, ২০২৩
নওগাঁর ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের কক্ষ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনাটি ঘটেছে শুক্রবার নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদে।
মৃতদেহ উদ্ধার ঘটনায় ঐ ইউনিয়ন পরিষদ এর দুই গ্রাম পুলিশ কে আটক পূর্বক থানা হেফাজতে নিয়েছেন থানা পুলিশ। আটককৃত দুই গ্রাম পুলিশ হলেন, রহিম উদ্দিন ও শাহজাহান আলী।
তবে নিতপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এনামুল হকের দাবি, নিহত যুবক লাফারুল এর বিরুদ্ধে এলাকা থেকে ৬-৭ টি বাই-সাইকেল চুরির অভিযোগ ছিলো। তারই ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টারদিকে গ্রাম পুলিশ তাকে আটক করে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের কক্ষে এনে আটকে রেখে সবাই জুমার নামাজ পড়তে যান। এরি এক পর্যায়ে এক স্বজন দুপুরের খাবার দিতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় যুবক লাফারুলকে ঝুলতে দেখতে পান। এর পরই থানায় খবর দেওয়া হয়।যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ইউনিয়ন পরিষদে যান।
এক পর্যায়ে ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্ত করার জন্য শুক্রবার বিকালে মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ঐ ইউনিয়ন পরিষদ এর দুই গ্রাম পুলিশ কে আটক পূর্বক থানায় নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহকালে এঘটনায় আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.