|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দাকোপে নতুন বিসিএস ক্যাডার অর্নিবান সাহা
প্রকাশের তারিখঃ ৪ আগস্ট, ২০২৩
৪১ তম বিসিএস পরীক্ষার চুড়ান্ত ফলাফল
প্রকাশিত হয়েছে। ০৩ আগস্ট বৃহস্পতিবার ২০২৩
তারিখে ৪১ তম বিসিরএস ভাইভা পরীক্ষার চুড়ান্ত
ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম
কমিশন (বিপিএসসি)।
৪১ তম বিসিএস পরীক্ষা ২০১৯ এর বিভিন্ন ক্যাডারের ২,৫৩৬ শুন্যপদের বিপরীতে ২,৫২০ পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্মকমিশন কর্তৃক চুড়ান্ত ফলাফল প্রকাশকরা হয়েছে।আর এই বিশেষ পরীক্ষা একজন মানুষের কাছে স্বপ্নের একটি ধাপ।বলাহয়ে থাকে বাংলাদেশে সর্বোচ্চ শিক্ষার একটি গুরুত্বপুর্ণ অংশহচ্ছে বিসিএস।সদ্য প্রকাশিত ৪১ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফলে সড়ক ও জনপদ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন খুলনার দাকোপ উপজেলার চালনার গর্বিত পিতা ধীরাজ সাহা ও গর্বিত মাতা দূর্গারানী সাহার মেধাবী ও কৃতি সন্তান অর্নিবান সাহা। অর্নিবান সাহা সড়ক ও জনপদ ক্যাডারে মেধাতালিকায় ৩য় স্হান অধিকার করেছেন। অর্নিবান সাহা বলেন,"সিভিল সার্ভিস আমার কাছে স্বপ্ন। যেখানে অনেকের কাছে এটি গ্লোরিআমার কাছে তা দায়িত্ব পালনের সুযোগ মাত্র।আমার কাংক্ষিত ক্যাডার প্রাপ্তির অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে আমার বাবা মা সহ পরিবারের আর্শীবাদ আমার সহ ধর্মিনীর সাপোর্ট,শিক্ষকদের ভালোবাসাসকলে আমার জন্য আর্শীবাদ করবেন।আমার এইসফলতা সেইদিন সত্যিকারের সফলতা হবেযেইদিন আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রচেষ্টায় আমার আরএইচডি ডিপার্টমেন্ট পানখালী ব্রীজ উদ্বোধন করবে এবংআমার এলাকার মানুষের সত্যিকার প্রয়োজনে আমার এই ক্ষুদ্র অর্জন কাজেআসবে।অর্নিবান সাহা লেখাপড়া করেছেন স্হানীয় গৌরব ময় বিদ্যাপিট চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, নটরডেম কলেজ থেকে
সফলতার সাথে উচ্চমাধ্যমিক পাশ করেন।
ভর্তিযুদ্ধে সফলতার স্বাক্ষর রেখে ভর্তি হন
বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় বুয়েট।অর্নিবান
সাহা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল বুয়েট থেকে
সিভিল স্নাতক বিএসসি সিভিল ইন্জিনিয়ারিং
(বুয়েট) শেষকরে বাংলাদেশ ব্যাংকের এডি হিসাবে
বর্তমান কর্মরত আছেন বলে জানা যায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.