|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে ক্ষুদ্র নৃ-গোষ্টির সদস্যদের মাঝে হাঁস-মুরগীর গৃহ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৩রা আগস্ট) ক্ষুদ্র নৃ-গোষ্টি উপকার ভোগীদের মাঝে হাঁস- মুরগী পালনের জন্য গৃহ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হারুন অর রশিদ, ভেটেরিনারি সার্জন বাবু অমিত দত্ত, নান্দাইল পৌরসভার কাউন্সিলর শাহীনুর রহমান শাহিন, খায়রুল ইসলাম মানিক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর রিনা রানী সহ প্রমুখ। উল্লেখ্য, তৃতীয় পর্যায়ে নান্দাইল উপজেলায় হাঁস পালনের জন্য ৯৩জন ও মুরগী পালনের জন্য ৭৬ জন উপহার ভোগী নির্বাচন করা হয়েছে। প্রতিজন উপকার ভোগীকে পরবর্তী সময়ে ২০টি করে হাঁস ও ২০টি করে মুরগী প্রদান করা হবে। এসময় সকল উপকার ভোগ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.