|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ এক গাভীর জমজ বাছুর প্রসব করেছে
প্রকাশের তারিখঃ ৩ আগস্ট, ২০২৩
নওগাঁ এক গাভীর জমজ বাছুর প্রসব করেছে,নওগাঁর সাপাহারে একটি গাভী এক সঙ্গে দুইটি বাছুর প্রসব করেছে। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের উমইল বাজারে এ ঘটনা ঘটেছে। এক সঙ্গে দুই বাছুর প্রসবের ঘটনা জানাজানি হলে বাছুর দুটিকে দেখতে এলাকার উৎসুক লোকজন খামারির বাড়িতে ভীড় করছেন।গাভীর মালিক খামারী হাবিবুল্লাহ রেজা (পলাশ) জানান,তার খামারের শাহি ওয়াল জাতের ওই গাভীটিকে ৬ নং শিরন্টি ইউনিয়নে নিয়োজিত সরকারি এ আই টেকনিশিয়ান মোঃ সাইদুর রহমানের নিকট থেকে শাহি ওয়াল জাতের বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করিয়ে ছিলেন। এজন্য গাভীটি সফল ভাবে গর্ভধারণ করেছিল।শনিবার সকালে গাভীটি প্রথমে একটি এঁড়ে বাছুর প্রসব করে। প্রসবের কিছু সময় পরই আরও একটি বকনা বাছুর প্রসব করে। জন্মের পর থেকেই বাছুর দুটি বর্তমানে সুস্থ্য আছে। এ খবর ছড়িয়ে পড়লে বাছুর দুুটি দেখতে এলাকার লোকজন তার বাড়িতে ভীড় করছে। তাদের খামারের ওই গাভীটি একই সঙ্গে দুটি বাছুর প্রসব করায় তারা বেশ খুশি হয়েছেন বলে খামারি পলাশ জানিয়েছেন।বাছুর দেখতে আসা নুরুল ইসলাম বলেন,এটি একটি বিরল ঘটনা এর আগে তিনি এমন ঘটনা কখনও দেখেননি।এ আই টেকনিশিয়ান সাইদুর রহমান বলেন এটি একটি সাধারণ প্রক্রিয়া হলেও হরহামেশা তা দেখা যায় না। তার মতে দক্ষতার সাথে সঠিক জাতের বীজ দ্বারা গাভী প্রজনন করা হলে খামারীর ভাগ্য খুলে যেতে পারে। উমইল বাজারের খামারি পলাশ এতে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তিনি গাভী প্রজনন ও গবাদী পশুর বিভিন্ন রোগ ব্যাধীর সু- চিকিৎসায় খামারিদের সঠিক পরামর্শ দিয়ে থাকেন। খামারিগণ তার ০১৭৩৯২৩০৯৯৪ নম্বারে যোগাযোগ করে সরাসরি গবাদীপশুর যাবতীয় চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে পারেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.